আওয়ামী লীগে সভাপতির উপর হামলার প্রতিবাদে
লক্ষ্মীপুরের পোদ্দার বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৮ জুন ২০২১, ২০:৩৪
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর উপর হামলার প্রতিবাদে সদর উপজেলা ৭ নং বসিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম'র (জিহাদী) আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বসিকপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২৭জুন) বিকালে বসিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবী জানান বক্তারা। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বসিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম (জিহাদী)।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুন) দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে তোরাবগঞ্জ বাজারে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
এ সময় হামলায় গোলাম ফারুক পিংকুসহ ৭/৮ জন নেতাকর্মী আহত হয়। হামলার ঘটনায় তোরাগঞ্জ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদ রতনকে দায়ী করেছেন জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু।
এ ঘটনায় বুধবার (২৩ জুন) তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পীসহ ২৩৪ জনের বিরুদ্ধে কমলনগর থানায় মামলা দায়ের করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।