মেসির বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানালেন বন্ধু নেইমার
নিশি রহমান | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০২

ক্লাব সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির সাফল্যে দারুণ খুশি হয়েছেন নেইমার। কাতার বিশ্বকাপ জয় করায় মেসিকে অভিনন্দন জানাতে মোটেও দেরি করেননি ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পরপরই লিওনেল মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন নেইমার।
লুসাইল স্টেডিয়ামে রোববার ফাইনালে ৬ গোলের নাটকীয় লড়াইয়ে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
৩৬ বছরের অপেক্ষা শেষে দেশের তৃতীয় বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পূরণ হয়েছে মেসির সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরার স্বপ্নও। মেসির এমন কীর্তির দিনে বসে থাকতে পারেননি নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মেসিকে অভিনন্দন জানান নেইমার।
নিশ্চয়ই মেসি ক্লাবে ফিরে নেইমারের এই অভিনন্দনের ধন্যবাদ জানাবেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।