মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ জেতার পর স্বর্গ থেকে হাসছেন ম্যারাডোনা: পেলে

রায়হান রাজীব | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০৩:১৫

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে ব্রাজিল কিংবদন্তি পেলে লিখেছেন, বরাবরে মতো রোমাঞ্চকর পথে, ফুটবল আজ তার গল্পটা বলেছে। মেসি প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে যা তার প্রাপ্য।

আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে পেলে লিখেছেন, অভিনন্দন আর্জেন্টিনা, দিয়েগো (ম্যারাডোনা) নিশ্চয় এখন হাসছে।

মেসির পাশাপাশি তিনবারের বিশ্বকাপজয়ী পেলের প্রসংশা কুড়িয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পেকে উদ্দেশ করে পেলে লিখেছেন, আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে চার (টাইব্রেকার শটসহ) গোল করেছ। এমন অসাধারণ কিছু দেখটা সত্যিই বড় একটি উপহার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top