সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগাররা

শাকিল খান | প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ১৯:৩৯

ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ (২০ মার্চ) দুপুরে মাঠে গড়াবে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচটি  শুরু হবে দুপুর ২টায়। যদি তামিম বাহিনী জয় পায়, তাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে তামিম বাহিনী।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং- তিন ভাগেই উড়িয়ে দিয়েছে টাইগাররা। প্রথমে রেকর্ড গড়া সংগ্রহ, ৮ উইকেটে ৩৩৮; বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ। রেকর্ড সংগ্রহ নিয়ে রেকর্ড রানের জয়ও পায় টাইগাররা, ১৮৩ রানে হারায় আইরিশদের, যা রানের হিসাবে পাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এবার আরও একটি জয় দিয়ে নিজেদের দখলে সিরিজ নেয়ার সুযোগ এসেছে। তবে সে যাত্রায় বাধা হতে পারে বেরসিক বৃষ্টি।

তবুও আশা নিয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছে তামিম বাহিনী। এ দিকে বৃষ্টি থেমে গেলে স্বল্প সময়ে মাঠ খেলার উপযোগী হয়ে যাবে বলে জানিয়েছে ভেন্যু কর্তৃপক্ষ।

 আয়ারল্যান্ডের আগে ইংলিশদের বিপক্ষে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সেখানে ওয়ানডে সিরিজ হারালেও শেষ ম্যাচটিতে জয় ও টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে জয় টাইগারদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top