ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন লিটন

শাকিল খান | প্রকাশিত: ৩ মে ২০২৩, ২০:২৫

লিটন দাস

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন লিটন কুমার দাস।

এরআগে, দুই বহরে বাংলাদেশ দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা আগেই পৌঁছেছেন ইংল্যান্ডে। প্রথম বহর সোমবার রাতে পৌঁছানোর পর মঙ্গলবার দ্বিতীয় বহরের ক্রিকেটাররাও লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে লন্ডনে পা রাখেন দ্বিতীয় বহরের ক্রিকেটাররা।

প্রথম ওয়ানডে ৯ মে। বাংলাদেশ কিছুটা আগে যাওয়ার পেছনে বড় কারণ হচ্ছে ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। যদিও প্রতিপক্ষ শক্তিশালী নয়। তারপরও বাংলাদেশ দল তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়েই লড়াই করতে চায়।

তবে তাদের সঙ্গে যাননি লিটন দাস। মঙ্গলবার দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তারকা এ ব্যাটার।

রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন লিটন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে ক্যাপশনে লিটন লিখেছেন, ‘ইংল্যান্ডে যাচ্ছি, আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’

এদিকে মুস্তাফিজুর রহমান ভারত থেকে ইংল্যান্ড নয়, ফিরবেন আবার ঢাকায়। দেশে ফিরে ৪ মে সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে লন্ডনে যাবেন ফিজ।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। আগামী ৯ মে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top