ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব
শাকিল খান | প্রকাশিত: ৬ মে ২০২৩, ২০:৫৩
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। এরইমধ্যে দলের সব ক্রিকেটারই ইংল্যান্ডে উপস্থিত হয়েছেন। যদিও পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব আল হাসান। তবে ছুটি কাটিয়ে শুক্রবার (৫ মে) তারকা এই অলরাউন্ডার যোগ দিয়েছেন টাইগার শিবিরে।
এর আগে, সাকিব ঈদ করেছেন মাগুরায়। বাবা-মায়ের সঙ্গে ঈদ কাটিয়েই তিনি উড়াল দেন যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে গিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটান। যে কারণে সাকিব থাকতে পারেননি সিলেটে টাইগারদের তিন দিনের প্রস্তুতি ক্যাম্পে। তবে শুক্রবার বিকেল নাগাদ সাকিব দলের সঙ্গে যোগ দিয়েছেন বলে দলীয় টিম ম্যানেজমেন্ট সূত্র নিশ্চিত হয়েছে।
তিন ম্যাচ সিরিজের জন্য ৩০ এপ্রিল মধ্যরাতে পাঁচ ক্রিকেটারসহ ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন বাংলাদেশের কোচিং স্টাফরা। পরের দিন দ্বিতীয় ধাপে ফ্লাইট ধরেন বাকি সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাতে একাই দেশ ছাড়েন লিটন কুমার দাস। এদিক আইপিএলের পাঠ চুকানোর পর বুধবার সকালে সস্ত্রীক ভারত থেকে দেশে ফেরেন মুস্তাফিজ। এবার চ্যালেঞ্জ আয়ারল্যান্ড সিরিজ। সেটাকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ মে) ইংল্যান্ডের উদ্দেশে রওনা হন তিনি। কাটার মাস্টারের সফরসঙ্গী হিসেবে ছিলেন বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।
ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে আগামী ৯ মে শুরু হচ্ছে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১২ এবং ১৪ মে হবে যথাক্রমে দ্বিতীয় ও শেষ ওয়ানডে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।