টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই অভিষেক

শাকিল খান | প্রকাশিত: ১৪ মে ২০২৩, ২৩:৪২

ছবি: সংগৃহীত

 তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে খেলা শুরু বিকেল পৌনে ৪টায়। রবিবার (১৪ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। 

আঙুলের চোটের কারণে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাই এ ম্যাচে সাকিবকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা।

দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও তাইজুল। তাদের জায়গায় লাল-সবুজ জার্সিতে ওয়ানডেতে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরীর।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top