মিরপুর টেস্টে টাইগার পেসাররাও গড়লেন অনন্য কীর্তি
শাকিল খান | প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ২৩:২৪
বাংলাদেশ-আফগানিস্তান মিরপুর টেস্টে দেখা গেছে কিছু ব্যতিক্রম দৃশ্য। চার স্লিপ, গালি, শর্ট কাভার নিয়ে আক্রমণাত্মক ফিল্ডিং সাজায় বাংলাদেশ। সাজানো গোছানো ফিল্ডিংয়ের এই সুবিধাটা দারুণভাবে কাজে লাগিয়েছেন পেসাররা।
সবুজ ঘাসের পিচে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে দাপট দেখিয়েছেন বাংলাদেশের ৩ পেসার- তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। প্রতিপক্ষের বিরুদ্ধে ত্রাস সৃষ্টি করে দলগত রেকর্ড জয়ের ম্যাচে গড়েছেন অনন্য এক কীর্তি।
আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে এবাদত ৪ টি ও শরিফুল ২টি উইকেট পেলেও খালি হাতে ফিরেছিলেন তাসকিন। তবে দ্বিতীয় ইনিংসে এই পেসারই নেন ৪ উইকেট। তার সাথে এবাদত-শরিফুলরা পান ২টি করে উইকেট। ফলে পেসারদের উইকেট সংখ্যা দাঁড়ায় ১৪ টিতে, যা কোনো টেস্ট ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকার বাংলাদেশের।
এর আগে এক টেস্টে বাংলাদেশের পেসাররা সর্বোচ্চ ১৩টি উইকেট নিয়েছিলেন। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট এই রেকর্ড গড়েছিলেন টাইগার পেসাররা। যার ফলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।
এদিকে আফগানিস্তান বিপক্ষে ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছে টাইগার পেসাররা। দেশের মাটিতে এক টেস্টে পেসারদের সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তিও গড়েছেন তাসকিন-এবাদত-শরিফুলরা।
বাংলাদেশের দেওয়া ৬৬২ রান তাড়ায় মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে গেছে সফরকারীরা। ফলে নিজেদের সর্বোচ্চ ও টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ৫৪৬ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে লিটন দাসের দল।
বিষয়: বাংলাদেশ আফগানিস্তান সিরিজ News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।