বার্সেলোনার হারের দিনে প্রথম লাল কার্ড মেসির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ২০:০৫

বার্সেলোনার হারের দিনে প্রথম লাল কার্ড মেসির

বার্সেলোনার হয়ে ৭৫০'র বেশি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। দীর্ঘ ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লালকার্ড দেখে মাঠ ছাড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

এতদিন পর প্রথমবার লাল কার্ড দেখতে হল এই তারকাকে। রোববার সুপার কাপ ফাইনাল শেষের কয়েক মুহূর্ত আগে হিংসাত্মক আচরণের জন্য লাল কার্ড দেখলেন মেসি। শুধু তাই নয়, ওই ঘটনার ভিডিও খতিয়ে দেখবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। চার ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন মেসি। এদিন বার্সেলোনাও হেরে গেল ২-৩ ব্যবধানে।

অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে তখন গোল শোধ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। এমন সময়ে বল পাস করার পর মেসির গতিপথ আটকান বিলবাওয়ের আসিয়ের ভিয়ালিব্রে। মরিয়া মেসি তৎক্ষণাৎ উগ্র আচরণ করে বসেন। রেফারি গিল মানজানো প্রথমে ঘটনাটা খেয়াল করেননি। কিন্তু ভিডিও রিভিউ দেখে মেসিকে সরাসরি লাল কার্ড দেখান। ৭৫৩ ম্যাচ পর প্রথম বার্সেলোনার হয়ে লাল কার্ড দেখলেন মেসি।

এনএফ৭১/২০২১/আরএইচ




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top