তিন দিনের মধ্যে আবারো আসবে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ২১:৩১
বৃষ্টি কমে যাওয়ায় কিছুটা বেড়েছে তাপমাত্রা। তবে তিন দিনের মধ্যে আবারো আসতে যাচ্ছে বৃষ্টি। এমনটিই জানিয়েছে আবহাওয়া বিভাগ।
রোববার থেকেই অনেকটাই বৃ্ষ্টিহীন ঢাকা। সোমবার সকাল থেকে রোদ-মেঘের খেলা চললেও দুপুর পর্যন্ত বৃষ্টির দেখা নেই ঢাকায়। সেই সাথে অনুভূত হচ্ছে বেশ গরমও। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি।’
এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থা বিরাজ করছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।