আগস্ট মাসে ভারী বৃষ্টির কারণে নিম্নচাপ ও আকস্মিক বন্যা সম্ভবনা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ১৯:২৭

আগস্ট মাসে ভারী বৃষ্টির কারণে নিম্নচাপ ও আকস্মিক বন্যা সম্ভবনা

আগস্ট মাসে ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে দেখা দিতে পারে স্বল্প থেকে মধ্যমেয়াদি ও আকস্মিক বন্যা বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ।

অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ এতে সভাপতিত্বে ২ আগস্ট ভিডিও কনফারেন্সে বিশেষজ্ঞ কমিটির চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্ট মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগস্ট মাসের প্রথম সপ্তাহে স্থিতিশীল থাকতে পারে দেশের প্রধান নদনদীর পানি। তবে পরবর্তী সময়ে মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কতিপয় স্থানে সৃষ্টি হতে পারে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা। অপরদিকে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

জুলাই মাসে সার্বিকভাবে বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে জানিয়ে সামছুদ্দিন আহমেদ বলেন, ‘তবে খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top