বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে আরো দুইদিন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২১, ২১:২০
রাজধানীতে মঙ্গলবার রাতে বৃষ্টি কিছুটা কমলেও বুধবার ভোর থেকে আবারও দেশের উত্তরাঞ্চলসহ ঢাকায় দেখা দিয়েছে বেশ বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের মতে, আরো দুই দিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদীবন্দরে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।