৩৬ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৭

৩৬ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে

চট্টগ্রাম বিভাগ ছাড়া প্রায় সারাদেশই বৃষ্টিহীন। এ অবস্থায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দুয়েকদিনের মধ্যে তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গরমের অস্বস্তি আরও তিনদিন থাকতে পারে বলেও জানিয়েছেন তারা।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামী ৬/৭ সেপ্টেম্বরের দিকে সম্ভাবনা আছে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির। এরপর হয়তো বাড়তে পারে বৃষ্টি। আপাতত বৃষ্টি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া বিচ্ছিন্নভাবে কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়ালেই সেটাকে তাপপ্রবাহ বলা যায় না।

এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকতে পারে। আরও কয়েকদিন পর মৌসুমি বায়ু আবার সক্রিয় হতে পারে।’

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top