তিনদিনের মধ্যে কমবে বৃষ্টির প্রবণতা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ২১:২০
ভারতের স্থলভাগ হয়ে লঘুচাপটি বর্তমানে অবস্থান করছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে। এজন্য বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হচ্ছে। তবে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে অবস্থান করছে আসাম পর্যন্ত। মৌসুমি বায়ু উত্তরাংশে সক্রিয় ও দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বৃষ্টির প্রবণতা বৃষ্টি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।