আজ দুপুরের পর দেখা মিলতে পারে সূর্যের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ০১:২৬
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট লঘুচাপের কারণে দুদিন ধরে রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হচ্ছে থেমে থেমে, দেখা নেই সূর্যের। তবে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরের পর মেঘ অনেকটা কেটে গিয়ে সূযের দেখা মিলতে পারে ঢাকায়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে ক্রমান্বয়ে গভীর নিম্নচাপ, নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ ও শেষে লঘুচাপে পরিণত হয়েছে। এটি লঘুচাপে পরিণত হয়েই প্রবেশ করে বাংলাদেশের ভূ-খণ্ডে। লঘুচাপটিও এরই মধ্যে নিঃশেষ হয়ে গেছে। তবে আজকেও কিছু কিছু জায়গায় হতে পারে বৃষ্টি। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি থাকতে পারে। ঢাকার কিছু অংশেও বৃষ্টি থাকবে। তবে দুপুরের পর পরিস্থিতির উন্নতি হওয়া শুরু করতে পারে। দুপুরের পর ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।’
এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বহাল আছে জানিয়ে তিনি বলেন, ‘দুপুরের দিকে সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হতে পারে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।