নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০১:১২
সারাদেশে অপরিবর্তিত থাকবে রাত ও দিনের তাপমাত্রা। এছাড়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া। দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর কাছাকাছি এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এদিকে, শনিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪, ময়মনসিংহে ১৩, চট্টগ্রামে ১৪ দশমিক ৯, সিলেটে ১৪ দশমিক ২, রাজশাহী ১২ দশমিক ২, রংপুরে ১৩, খুলনায় ১৪ দশমিক ৫ এবং বরিশালে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।