বাড়তে পারে রাতের তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২, ০১:৩৮
দেশে অব্যাহত রয়েছে রাতের তাপমাত্রা বাড়ার ধারা। দেই সাথে আরও বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে কমছে দিনের তাপমাত্রা। একই সঙ্গে সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সোমবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বৃষ্টির পর কিছুটা বাড়বে শীত। তখন আবারও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।
এ সময়ে সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ। সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।