তিন জেলার বইছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২২, ০৩:২৫

তিন জেলার বইছে শৈত্যপ্রবাহ

দেশের ৫ জেলায় সোমবার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও একদিনের ব্যবধানে তা কমে নেমে এসেছে তিন জেলায়। আগামী ২৪ ঘণ্টায় ওই তিন জেলা থেকেও শৈত্যপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

রোববার (১৬ জানুয়ারি) থেকে কুড়িগ্রাম ও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। সোমবার শৈত্যপ্রবাহ দিনাজপুর, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজারে বিস্তৃত হয়। মঙ্গলবার নওগাঁয়েও শৈত্যপ্রবাহ বইছে। এছাড়া পঞ্চগড়, দিনাজপুরেও রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার পর এখন আবার বাড়ার দিকে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এছাড়া মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যেটা একদিন আগে ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top