কয়েক জেলায় শৈত্যপ্রবাহ সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২২, ০১:৪৭

কয়েক জেলায় শৈত্যপ্রবাহ সম্ভাবনা

বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা। এতে শীত বাড়বে। এছাড়া কয়েক জেলায় হতে পারে শৈত্যপ্রবাহ।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, আজ থেকে তাপমাত্রা কমতে পারে। এছাড়া কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহও হতে পারে, তবে এখনই নয়। মো. শাহীনুল ইসলাম বলেন, এই মাসের পুরোটাই শীত থাকবে। বৃষ্টি ও কুয়াশাও পড়তে পারে। আগামী মাসের শুরুতে গরম পড়তে পারে।

এছাড়া চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top