আবারো বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৪৮

আবারো বাড়তে পারে তাপমাত্রা

দুদিন যেতে না যেতেই আবারো বাড়তে পারে তাপমাত্রা- এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

তুমুল বৃষ্টির পর রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে দেশের ৭ জেলা ও এক উপজেলায় শুরু হয় শৈত্যপ্রবাহ। একদিনের ব্যবধানে শৈত্যপ্রবাহের আওতা কমে নেমে আসে ৪ জেলা ও এক উপজেলায়। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রোববার যা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে সামান্য কমে হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, 'সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।'

এনএফ৭১/এনজেএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top