দেশে পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে শীত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০১:৫০
ঢাকাসহ দেশে পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বৃষ্টির শীত বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান আছে। এদিকে বুধবার তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিভাগের বাইরেও অন্য তিন বিভাগে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আজ এবং কাল দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আবর শীত বাড়বে। তবে ১৫ থেকে ১৬ ফেব্রুয়ারির পর এই মৌসুমের শীত বিদায় নেবে।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: আবহাওয়া অধিদপ্তর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।