পাঁচ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২২, ০৩:২৬

পাঁচ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

বেড়েছে মৃদু শৈত্যপ্রবাহের আওতা। একদিনের ব্যবধানে নতুন করে আরও পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের উত্তরাঞ্চলের দুই জেলা পঞ্চগড় ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। তবে আপাতত শীত বেড়ে শৈত্যপ্রবাহের আওতা আর বাড়ার সম্ভাবনা নেই বরং আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু এলাকা থেকে শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রোববার পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


এনেফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top