শৈত্যপ্রবাহ আসছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ২১:২৬

সোমবার (১১ জানুয়ারি) থেকে আবারও তাপমাত্রা কমতে পারে। সেই সাথে মঙ্গলবারের মধ্যে দেশের উত্তরাঞ্চল দিয়ে আসতে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ ২/৩ দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, সোমবার (১১ জানুয়ারি) রাত থেকে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করতে পারে। মঙ্গলবার থেকে উত্তরাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহটি শুরু হতে পারে। তবে এটি তেমন শক্তিশালী হবে না।

তিনি আরও বলেন, চলতি মাসের শেষের দিকে তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে নদী তীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top