পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক সৌরঝড়
শাকিল খান | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:২১
পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক সৌরঝড়। বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যে প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে। এর ফলে করোনায় ভয়ংকর ঝড় উঠেছে। এ ঝড় তেড়ে আসছে পৃথিবীর দিকে। যার ফলে একাধিক জিওম্যাগনেটিক স্টর্ম পৃথিবীকে আঘাত করতে পারে বলে আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা।
সূর্য থেকে আসা বিক্ষিপ্ত সৌরঝড়ের কারণে কেঁপে উঠতে পারে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। এর ফলে দুই মেরুর জ্যোতি ঘনঘন উজ্জ্বল হয়ে উঠবে। এ ছাড়া করোনাল মাস ইজেকশানও পৃথিবীতে আছড়ে পড়তে পারে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের AR3514 থেকে এসব সৌরকণা ধেয়ে আসছে। এ কণাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে আছড়ে পড়তে পারে। এর ফলে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে এগুলোর সংঘর্ষ হবে।
ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সূর্যে একটি ছিদ্র পেয়েছেন বিজ্ঞানীরা। এ ফাটল থেকেই পৃথিবীর দিকে প্রবল বেগে সৌরবায়ু ধেয়ে আসবে। যার ফলে প্রভাবিত হতে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র।
বিষয়: সৌরঝড় বিস্ফোরণ newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।