রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আবারও কমতে পারে তাপমাত্রা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২১, ২০:২৩

ফাইল ছবি

বেশ কিছুদিন ধরেই বাড়ছে দেশের তাপমাত্রা। তবে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমতে পারে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ডে তাপমাত্রা গিয়ে ঠেকেছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। এ অবস্থায় আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তির দিকেই থাকতে থাকাতে পারে।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top