১৩তম মনসুন ফোরাম অনুষি্ঠত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুন ২০২১, ০৮:৪১
৮ জুন ২০২১ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং Regional Mulli hazard Early Warning System for Asia and Africa (RIMES) কর্তৃক ১৩তম মনসুন ফোরাম (13th National Monsoon Forum) আয়োজিত হয়েছে।
এ বছর বিশ্ব মহামারি করোনা ভাইরাসের কারণে সেমি ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠানটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আয়োজন করা হয়েছে। ২০০৮ সাল থেকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহযোগিতায় RIMES প্রতি বছর জুন মাসের শুরুতে এই ফোরামের আয়োজন করে থাকে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জনাব সামসুদ্দিন আহমেদ এর পক্ষ থেকে সহকারী পরিচালক মো ছাদেকুল আলম তাঁর স্বাগত ভাষণে সাম্প্রতিক সময়ে আবহাওয়া পূর্বাভাসের উন্নতির বিভিন্ন দিক উল্লেখ করে এসব পূর্বাভাসের নির্ভরযোগ্যতা, এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ব্যবহারিক প্রয়োগের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
এরপর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ ড আব্দুল মান্নান গত বছরের (২০২০) বিভিন্ন মৌসুমে পরিলক্ষিত এবং পর্যবেক্ষিত আবহাওয়া এবং ২০২১ এর মৌসুমি আবহাওয়ার পূর্বাভাস, বিশেষ করে বৃষ্টিপাত এবং তাপমাত্রার সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন।
এই ফোরামে উল্লেখ করা হয় ২০২১ সালে দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে, তবে দেশের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাংশ, বিশেষ করে বরিশাল, খুলনা, যশোর এবং তৎসংলগ্ন এলাকায় স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জুন-সেপ্টেম্বরে দেশের সিলেট ও ময়মনসিংহ এবং তৎসংলগ্ন এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং দেশের অন্যান্য এলাকায় স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রধান প্রকৌশলী, মো আরিফুজ্জামান ভুঁইয়া গত বছরের বন্যা পরিস্থিতি কেমন ছিল এবং এ বছর বৃষ্টিপাতের পূর্বাভাসের ভিত্তিতে বন্যাপ্রবণ এলাকাগুলোর বন্যা ঝুঁকি হ্রাসে করণীয় নিয়ে আলোকপাত করেন।
এছাড়াও এ বছর প্রথম RIMES এর উদ্যোগে এবং প্রধান ৫টি খাত (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পানি সম্পদ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর) এর সহযোগিতায় পূর্বাভাস ভিত্তিক সাধারণ কিছু পরামর্শ ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে যা পরবর্তীতে অংশগ্রহণকারীদের সাথে শেয়ার করা হবে।
এছাড়াও পূর্বাভাস ব্যবহারকারী বিভিন্ন অধিদপ্তর যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প (কম্পোনেন্ট সি বিডব্লিউসি.এসআরপি) এর প্রকল্প পরিচালক জনাব ড মোঃ শাহ কামাল খান, মাঠ পর্যায়ে আবহাওয়া পূর্বাভাসের বাস্তব প্রয়োগের সাফল্য তুলে ধরেন এবং কৃষি খাতে আবহাওয়া পূর্বাভাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সর্বশেষে, অংশগ্রহণকারী সদস্যগণ নিজেদের মধ্যে মত বিনিময় করেন এবং সতর্কীকরণ সংস্থাসমূহের কার্যক্রমের প্রশংসা করার সাথে সাথে ভবিষ্যতে এ সকল কার্যক্রমের মান আরো বৃদ্ধি করার অনুরোধ জানান যেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কীকরণ বার্তাসমূহ আরো সূক্ষ্ম স্থান ভিত্তিক ও অধিক আগাম সময় ভিত্তিক করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।