করোনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ২৪ হাজার
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ১৯:০৪
বিশ্বে করোনাভাইরাসে গত একদিনে ১০ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ২৪ হাজার ১২১ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয় লাখ ৯৭ হাজার ৩৫১ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে সংখ্যা ১৯ কোটি ৮০ লাখ ১০ হাজার ৭৭৩। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৮৯ লাখ সাত হাজার চারজন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সংক্রমণে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া, পঞ্চম ফ্রান্স, ষষ্ঠ যুক্তরাজ্য, সপ্তম তুরস্ক, অষ্টম আর্জেন্টিনা, নবম কলম্বিয়া, দশম স্পেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।