চীনে ছড়িয়ে পড়ছে ডেল্টা, লকডাউনে প্রদেশ ও শহর

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ আগষ্ট ২০২১, ০০:২৬

চীনে ছড়িয়ে পড়ছে ডেল্টা, লকডাউনে প্রদেশ ও শহর

চীনের বিভিন্ন প্রদেশ ও শহরে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় নতুন করে জারি করা হয়েছে লকডাউন। সোমবার থেকে আবারও আটকা পড়লেন কয়েক লাখ মানুষ। গত কয়েক মাসের মধ্যে নতুন করে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা এবং গণহারে লোকজনের করোনা পরীক্ষা করছে কর্তৃপক্ষ।

স্থানীয়ভাবে চীনে সোমবার নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৫ জনের দেহে। করোনার অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই নতুন করে দেশটিতে বাড়তে শুরু করেছে সংক্রমণ। চীনের ডজনখানেক প্রদেশ এবং ২০টির বেশি শহরে ইতোমধ্যেই শনাক্ত হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি।

কয়েক মাসের কঠোর প্রচেষ্টায় স্থানীয়ভাবে করোনা সংক্রমণ শূণ্যের কোঠায় নিয়ে আসতে সক্ষম হয় বেইজিং। কিন্তু নতুন করে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় দেশটিতে আবারও উদ্বেগ বেড়ে গেছে। কারণ এখন পর্যন্ত পাওয়া করোনার বিভিন্ন ধরনের মধ্যে সবচেয়ে সংক্রামক ধরন হচ্ছে ডেল্টা।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: চীন


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top