স্বেচ্ছায় আইসোলেশনে ভ্লাদিমির পুতিন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৭

স্বেচ্ছায় আইসোলেশনে ভ্লাদিমির পুতিন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ঘনিষ্ঠ কয়েকজন আক্রান্ত হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব সর্তকতা হিসেবে স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন। এ সময়ে তার সঙ্গে কারো ব্যক্তিগত সাক্ষাৎ হবে না। তবে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন।

ক্রেমলিনের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে জানায়, আইসোলেশনে থাকলেও তার শারীরিক অবস্থা ভালো আছে এবং কোভিডের কোনো লক্ষণ তার শরীরে নেই।

প্রতিবেদনে বলা হয়, ৬৮ বছর বয়সী পুতিন এ সপ্তাহে আঞ্চলিক নিরাপত্তা বৈঠকের জন্য তাজিকিস্তান যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না। তবে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সম্মেলনে অংশ নেবেন।

উল্লেখ্য, ভ্লাদিমির পুতিন রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই ডোজই গ্রহণ করেছেন।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top