বৃহঃস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ১৬:২৩

বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি

রক্তের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। যদিও তার এই সংক্রমণ করোনাভাইরাস সংক্রান্ত নয়।

বার্তাসংস্থা এএফপির তথ্য মতে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তার মুখপাত্র।

৭৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সুস্থ ও প্রাণবন্ত আছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা। যদিও বিষয়টি এখনও স্পষ্ট নয় কী চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন, তবে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হৃদরোগজনিত সমস্যা রয়েছে বলে জানা গেছে।

বিল ক্লিনটনের চিকিৎসক জানিয়েছেন, প্রেসিডেন্ট বিল ক্লিনটন অ্যান্টিবায়োটিক ও ফ্লুইড নিচ্ছিলেন। নিয়মিত মনিটরিংয়ের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। দুইদিনের চিকিৎসাসেবার পর এখন তিনি ভালোবোধ করছেন। শিগগিরই তিনি হাসপাতাল থেকে ছাড় পাবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৯৩ সালে দায়িত্ব নেন বিল ক্লিনটন। এরপর দুই মেয়াদে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। তিনি মার্কিন অঙ্গরাজ্য আরকানসাসের বাসিন্দা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top