জাতিসংঘের মহাসচিব আইসোলেশনে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ০২:৪৪

জাতিসংঘের মহাসচিব আইসোলেশনে

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কয়েকদিনের জন্য আইসোলেশনে থাকবেন। জানা গেছে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত এক কর্মকর্তার সংস্পর্শে যাওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (৮ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। আইসোলেশনে যাওয়ার ফলে আসন্ন তার যেসব অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল সেগুলো থেকে বিরত থাকবেন জাতিসংঘের মহাসচিব।

এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ প্রেস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতিসংঘ মাহসচিবের। কিন্তু আইসোলেশনে থাকায় তিনি সেখানে অংশ নিতে পারবেন না। এছাড়া বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তার। সেখানেও থাকছেন না তিনি।

এদিকে আন্তেনিও গুতেরেসের শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তবে তিনি জানিয়েছেন, করোনা টিকার উভয় ডোজ আগেই নিয়েছিলেন গুতেরেস। মাত্র কয়েকদিন আগে টিকার বুস্টার ডোজ নিয়েছেন তিনি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top