মিয়ানমারে খনি ধসে নিখোঁজ কমপক্ষে ৭০ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৫:০১

মিয়ানমারে খনি ধসে নিখোঁজ কমপক্ষে ৭০ জন

মিয়ানমারের উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনি ধসে নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৭০ জন। স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় খনি ধসের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাধ্মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় উদ্ধারকাজ চলছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক। এর মাত্র কয়েকদিন আগেই হাকান্ত এলাকায় ভূমিধসে কমপক্ষে ১০ জন খনির শ্রমিক নিখোঁজ হন। তারা সবাই অদক্ষ ছিলেন।

বিশ্বে জেড পাথরের সবচেয়ে বড় উৎস মিয়ানমার। মিয়ানমারে বছরে জেড বাণিজ্য ৩০ বিলিয়ন ডলারের বেশি। শুধু মিয়ানমার নয়, বিশ্বের সবচেয়ে বড় জেড খনিই হাকান্তে। হাকান্ত এলাকায় জেড খনিতে কাজ করা নিষিদ্ধ হলেও প্রায় সারা বছর ধরেই এর বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top