টানা তুষারপাতে সিকিমে আটকা পড়েছে অসংখ্য পর্যটক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০০:৩১

টানা তুষারপাতে সিকিমে আটকা পড়েছে অসংখ্য পর্যটক

টানা তুষারপাতে অসংখ্য পর্যটক আটকা পড়েছে সিকিমে। নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে তাদের।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, টানা তুষারপাতের মধ্যে অতিরিক্ত বরফ পড়ছে লাচেন, নাথুলা ও ছাঙ্গু এলাকায়। এর ফলেই পর্যটকদের অসংখ্য গাড়ি আটকা পড়েছে। তীব্র তুষারপাতের কারণে শনিবার নাথুলা পর্যন্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এখনো এক হাজার ১২৭ জন পর্যটক রয়েছেন সিকিমের ছাঙ্গুতে। তবে বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন পর্যটকরা। অসুস্থ পর্যটকদের সেনা ক্যাম্পেই চিকিৎসা চলছে।

এদিকে দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া ভালো না হলে ও রাস্তা থেকে বরফ সরানো না হওয়া পর্যন্ত পর্যটকদের গ্যাংটকে ফেরানো সম্ভব হবে না। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদে রয়েছেন।


সূত্র: ইন্ডিয়া টুডে


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top