ইন্দোনেশিয়ার উপকূলে আটকা পড়েছেন রোহিঙ্গারা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ০০:৩০
নৌকা ভেঙে যাওয়ায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের উপকূলে আটকা পড়েছেন কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থী। সোমবার (২৭ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী নৌকাটিতে শরণার্থী আছেন প্রায় ৭০ জন।
তবে স্থানীয় জেলেদের নেতা বদরুদ্দিন জুসুফ জানিয়েছেন, নৌকাটিতে ১২০ জন শরণার্থী আছেন। এদিকে আটকে পড়া রোহিঙ্গাদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
অ্যামনেস্টি ইন্দোনেশিয়ার নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের উদ্ধারে অভিযান পরিচালনায় আঞ্চলিক দেশগুলোর সম্মিলিত দায়িত্ব নেওয়া দরকার।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।