রাশিয়ার সহায়তা চেয়েছে কাজাখস্তান
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০৫:১০
কাজাখস্তানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই পতন ঘটে সরকারের। গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বিরাজ করছে অস্থিরতা। এমন অবস্থায় পরিস্থিতি স্থিতিশীল করতে রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক বাহিনী মোতায়েন করা হবে জানানো হয়েছে।
বিক্ষোভ-প্রতিবাদে দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাশিয়ার কাছে সহায়তা চান প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। তিনি জানিয়েছেন, রাশিয়া নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লকের কাছে তিনি সহায়তা চেয়েছেন। এদিকে বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশনের এক ভাষণে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ বলেন, কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অরগ্যানাইজেশনের (সিএসটিও) প্রধানদের কাছে আজ আমি সহায়তা চেয়েছি। এই সন্ত্রাসী হুমকি কাটিয়ে উঠতে কাজাখস্তানকে সহায়তার আহ্বান জানিয়েছি।
গেল কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটি। বেশ কিছু সরকারি ভবনে আগুনের ঘটনায় ৮ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: কাজাখস্তান রাশিয়া Russia kajakhastan
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।