কাজাখস্তানের সাবেক গোয়েন্দা প্রধান আটক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২২, ০১:৩১

কাজাখস্তানের সাবেক গোয়েন্দা প্রধান আটক

কাজাখস্তানের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান করিম মাসিমোভকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক করা হয়েছে। এর আগে দেশটিতে বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই তাকে বরখাস্ত করা হয়। খবর আল জাজিরার।

শনিবার (৮ জানুয়ারি) ন্যাশনাল সিকিউরিটি কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির প্রথম প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের ঘনিষ্ট সহযোগী সাবেক গোয়েন্দা প্রধান করিম মাসিমোভকে আটক করা হয়েছে। শীর্ষ পর্যায়ে রাষ্ট্রদ্রোহিতার তদন্ত করতে গিয়ে তাকে বৃহস্পতিবার আটক করা হয়েছে।

এর আগে, ৬ জানুয়ারি শীর্ষ রাষ্ট্রদ্রোহিতার তদন্ত শুরু করে ন্যাশনাল সিকিউরিটি কমিটি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওই একই দিনে এই অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কেএনবি কেকে’র সাবেক চেয়ারম্যান মাসিমোভকে আটক করা হয় এবং আরও কয়েকজনের সঙ্গে তাকে সাময়িক সময়ের জন্য একটি বন্দি শিবিরে রাখা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে দেশটির তেলসমৃদ্ধ পশ্চিমাঞ্চলীয় ম্যাঙ্গিসতাউ অঞ্চলের ঝানাওঝেন শহরে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভটি জ্বালানীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা হলেও পরে তা সরকারবিরোধী রূপ নেয়। ক্রমেই এ বিক্ষোভ পুরো কাজাখস্তানে ছড়িয়ে পড়ে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top