পদত্যাগ করবেন না বরিস জনসন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২২, ০০:৩৮
করোনার লকডাউনে নিয়মভঙ্গ করে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের দাবি উঠেছে। এমন সময় তিনি সাফ জানিয়ে দিয়েছেন পদত্যাগ করার প্রশ্নই আসে না।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির 'প্রাইম মিনিস্টারস কোয়েশ্চেনস' শীর্ষক লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে কনজারভেটিভ পার্টি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী জনসনকে প্রশ্নবাণে জর্জরিত করেন লেবার পার্টিসহ স্কটিশ ন্যাশনালিস্ট এমপিরা। ৩৫ মিনিটের ওই সেশনে কেউ তাকে বর্তমানে আলোচনার তুঙ্গে থাকা রাশিয়া-ইউক্রেন উত্তেজনা বা অন্য কোনো বিষয়ে প্রশ্ন করেননি। বিরোধীদের একটাই দাবি- ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী অপরাধ করেছেন এবং এ জন্য তার পদত্যাগ করতে হবে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বরিস জনসন boris johnson
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।