ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২২, ০০:২৮
ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় আবিয়ান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের।
শনিবার (১২ ফেব্রুয়ারি) ইয়েমেনে দায়িত্বরত জাতিসংঘের মুখপাত্র রাসেল গিকি একথা জানান। তবে কারা এসব কর্মীকে অপহরণ করেছে সে বিষয়ে তিনি কিছু জানাননি। রাসেল জানান, 'অপহৃত কর্মীদের নিরাপদে ফিরিয়ে আনতে ইয়েমেনের স্থানীয় কৃর্তপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।'
উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের ও রাজধানী সিনার নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে ইয়েমেন সরকারকে সহযোগিতা করতে হুতি বিদ্রোহীদের ওপর হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। দুই পক্ষের লড়াইয়ে দেশটিতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।
এনেফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।