বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

ফের চালু পর্যটক ভিসা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০৮:৩২

ফের চালু পর্যটক ভিসা

করোনা মহামারির কারণে গত ২ বছর ধরে পর্যটন ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীদের যাতায়াত থাকায় বিদেশি পর্যটকদের জন্য পাঁচ বছরের নিয়মিত ভিসা সেবা ফের চালু করছে ভারত।

বুধবার (১৬ মার্চ) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যারা করোনার আগেই ট্যুরিস্ট ভিসা পেয়েছিলেন, ভিসার মেয়াদ থাকলে বৈধ ভিসাধারীরা এখন থেকে ভারত ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া নতুন করেও সর্বোচ্চ পাঁচ বছরের জন্য ট্যুরিস্ট ভিসার আবেদনও করা যাবে।

ভারত সরকার ১৫৬টি দেশের নাগরিকদের ট্যুরিস্ট ও ই-ট্যুরিস্ট ভিসায় কেবল নির্ধারিত সমুদ্র অভিবাসন চেক পোস্ট বা বিমানবন্দরে ফ্লাইটের মাধ্যমে ভারতে প্রবেশের অনুমতি দিয়েছে। তবে বিদেশি নাগরিকদের স্থল সীমান্ত বা নদীপথ দিয়ে পর্যটক ভিসা বা ই-ট্যুরিস্ট ভিসায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top