খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৫
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ০৯:৫৫
যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। রবিবার (১৭ এপ্রিল) রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় আরও কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন বলে আঞ্চলিক এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।
খারকিভের স্বাস্থ্য বিভাগের আঞ্চলিক প্রধান মাকসিম খাস্তভ রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ওই তথ্য নিশ্চিত করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে খারকিভের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে। শহরটির বিভিন্ন এলাকার ভবনের ছাদ ধসে গেছে।
এএফপির প্রতিনিধি খারকিভের দুটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখেছেন। তিনি বলেছেন, খারকিভের মধ্যাঞ্চলের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের কেন্দ্রজুড়ে অগ্নিনির্বাপণ কর্মীদের ছুটতে দেখা গেছে।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পরপর খারকিভের সড়কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পদচারীদের দৌড়ে এবং বিভিন্ন যানবাহনকে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।