জি-২০ সম্মেলনে পুতিন ও জেলেনেস্কিকে আমন্ত্রণ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২২, ০০:০৮
সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনেস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়া শুক্রবার এ আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, ‘আমি জি -২০ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য প্রেসিডেন্ট জেলেনেস্কিকে আমন্ত্রণ জানিয়েছি।’
রাশিয়া জি-২০ এর সদস্য রাষ্ট্র। কিন্তু ইউক্রেন এই জোটের সদস্য নয়। ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়া যেন জি-২০ সম্মেলেন যোগদান করতে না পারে সেজন্য চাপ দিয়েছিল পশ্চিমা জোট। তবে জোকো উইদোদোর আমন্ত্রণে ইঙ্গিত মিলছে যে, সম্মেলনে রাশিয়ার যোগদানের ব্যাপারে সমঝোতা হয়েছে।
জোকো উইদোদো জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন তাকে টেলিফোনে সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট সম্মেলনে আসবেন কিনা সে বিষয়ে জোকো কিছু জানাননি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: জি-২০ পুতিন জেলেনেস্কি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।