ডনবাসে গণহত্যা অব্যাহত রয়েছে: জেলেনস্কি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২২, ০৩:৫১

ডনবাসে গণহত্যা অব্যাহত রয়েছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডনবাসে রাশিয়ার সেনারা গণহত্যা সংঘটিত করেছে এবং তারা ওই অঞ্চলের জীবিত সবকিছুকেই ধ্বংস করার চেষ্টা করছে।

জেলেনস্কির দাবি, ডনবাসে রাশিয়ার সেনারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা আর কেউ কখনো করতে পারেনি।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনারা ইউক্রেনে অভিযান শুরু করে। এখন পর্যন্ত বন্দরনগরী মারিওপোলসহ বেশ কয়েকটি এলাকার তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

ডনবাসও রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোর  মধ্যে অন্যতম। এ পর্যন্ত ওই এলাকাটি বেশ কয়েকটি বড় হামলার খবর পাওয়া গেছে।

সূত্র: বিবিসি




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top