জনসনকে চাপে ফেলে যুক্তরাজ্যে আরও ২ মন্ত্রীর পদত্যাগ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২২, ০৫:৪৫

যুক্তরাজ্যের স্বাস্থ্য ও অর্থমন্ত্রীর প্রস্থানের পর দেশটির আরও দুই মন্ত্রী ব্রিটিশ সরকার থেকে পদত্যাগ করেছেন। আগের দুই মন্ত্রীর ধারাবাহিকতায় বুধবার (৬ জুলাই) তারা পদত্যাগ করেন। এতে করে বেশ বড়সড় চাপেই পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর আরও চাপ বাড়িয়ে বুধবার পদত্যাগ করা দুই মন্ত্রী হচ্ছেন যুক্তরাজ্যের শিশু ও পরিবার বিষয়ক মন্ত্রী উইল কুইন্স এবং জুনিয়র পরিবহন মন্ত্রী লরা ট্রট।
পদত্যাগের পর শিশু ও পরিবার বিষয়ক মন্ত্রী উইল কুইন্স বলেন, ‘পদত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প নেই’। অন্যদিকে জুনিয়র পরিবহন মন্ত্রী লরা ট্রট বলছেন, সরকারের ওপর ‘আস্থা’ হারানোর কারণে পদত্যাগ করছেন তিনি।
বিষয়: জনসন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।