শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

কলম্বোয় বিক্ষোভে আবারও পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

আন্তজার্তিক ডেস্ক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ০০:৪৯

কলম্বোয় বিক্ষোভে আবারও পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ না করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আবারও বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। হাজারো বিক্ষোভকারী জড়ো হন রাজধানী কলম্বোতে। গোতাবায়ার পদত্যাগের দাবি জানান তারা।

এদিকে, প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে টিয়ার শেল ছুড়েছে পুলিশ। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেরও পদত্যাগ চাইছেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: কলম্বো গেজেট, এনডিটিভি

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top