কানাডায় 'সিরিজ' ছুরি হামলায় আরেক হামলাকারীর মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২, ২২:৩২
কানাডার মধ্য সাসকাচোয়ান প্রদেশে গত রবিবার (৪ সেপ্টেম্বর) এলোপাথাড়ি ছুরিকাঘাতের ঘটনায় আরেক হামলাকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে গ্রেফতারের পর ওই হামলাকারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কর্মকর্তা জানান, বুধবার সাসকাচোয়ান প্রদেশের হাইওয়েতে মাইলস স্যান্ডারসন (৩২) নামে ওই সন্দেহভাজনকারীর গাড়ি তাড়া করে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কারাগারে নেওয়া হয়।
তবে কিছুক্ষণ পরে স্যান্ডারসন 'অসুস্থ' হয়ে পড়েছিলেন এবং তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে ঠিক কি কারণে স্যান্ডারসন মারা গেছেন তার বিস্তারিত কিছু জানানো হয়নি।
ময়নাতদন্ত পরীক্ষার পর তা জানানো হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিষয়: কানাডা ছুরি হামলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।