শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

পুতিন জেনেশুনে রাশিয়ানদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন: জেলেনস্কি

রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৯

উক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন মন্তব্য করেন। খবর এএফপির।

ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, আপনার (ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনা) সঙ্গে সভ্য আচরণ করা হবে। আপনাদের আত্মসমর্পণের পরিস্থিতি কেউ জানবে না।

গত বুধবার রুশ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে আংশিক সেনানিযুক্তির ঘোষণা দেন। এতে দেশটির তিন লাখ রিজার্ভ সেনা ডাকা হবে। দেশটি স্বেচ্ছায় আত্মসমর্পণ ও পলায়নের ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে একটি আইন পাস করেছে।

জেলেনস্কি আরও বলেন, বিদেশে যুদ্ধাপরাধী হিসেবে মারা যাওয়ার চেয়ে রুশ সেনাদলে বাধ্যতামূলকভাবে নাম লেখানোর পত্র প্রত্যাখ্যান করা ভালো। হামলায় নিহত হওয়ার চেয়ে তাদের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করা ভালো।

এরআগে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২১৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top