নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কোনো শুভেচ্ছা বার্তা পাঠাননি পুতিন

রায়হান রাজীব | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০৭:৪৬

ঋষি সুনাক ও ভ্লাদিমির পুতিন

মঙ্গলবার যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে শুভেচ্ছা বার্তা জানান। কেউ কেউ ফোনেও কথা বলেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বিশ্ব নেতাদের মধ্যে সবার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন ঋষি সুনাক। ইউক্রেনের প্রতি তার পূর্ণ সমর্থনও ব্যক্ত করেন।

তবে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও সমালোচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঋষি সুনাকের সঙ্গে কথা বলা তো দূরে থাক কোনো শুভেচ্ছা বার্তাও পাঠাননি।

কেন পুতিন ঋষিকে শুভেচ্ছা জানাননি? এর কারণ ব্যাখ্যা করেন রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি বলেন, ঋষিকে পুতিন শুভেচ্ছা জানাননি কারণ যুক্তরাজ্যকে ‘শত্রু’ দেশ হিসেবে বিবেচনা করে রাশিয়া।

এদিকে, গত সেপ্টেম্বরে যখন বরিস জনসন প্রধানমন্ত্রিত্ব হারান তখন বিষয়টি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে লিজ ট্রাসের পতনের পর তার মুখ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য শোনা যায়নি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top