এবার রেসলিং দুনিয়া মাতাতে এলেন ‘রক’ কন্যা সিমোন জনসন
রায়হান রাজীব | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ০৬:৩০

ডোয়াইন জনসন, যাকে ‘দ্য রক’ নামে চেনে গোটা বিশ্ব। সর্বকালের অন্যতম সেরা পেশাদার কুস্তিগীর তিনি। রিং থেকে অবসর নিয়ে গত ছয় বছর ধরে হলিউড মাতাচ্ছেন। জনসনের পথ ধরে এবার রিং মাতাতে এসেছেন তার বড় মেয়ে সিমোন জনসন। পেশাদার রেসলিংয়ের জগতে অভিষেক ঘটেছে তার।
পরিবারের ঐতিহ্য অনুসরণ করে রেসলিংয়ে যোগ দিলেন ডোয়াইন জনসনের কন্যা সিমোন জনসন। জো গ্যাসির দল 'দ্য শিজম'-এর শেষ সদস্য হিসেবে ‘আভা রেইন’ নামে আত্মপ্রকাশ করেন সিমোন। সিমোনের আগে রিপ ফাউলার এবং জ্যাগার রিডসহ অন্য সদস্যরা গ্রুপের সদস্য হন।
দলের সদস্য হিসেবে পরিচিতি প্রকাশের পর সিমোন বলেছেন, শিজম আমাকে যে ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা দিয়েছে, তা অতুলনীয়। এই পরিবারটি আমাকে সম্পূর্ণ করেছে। আমি এখন আভা রেইন।
আভার আসল নাম সিমোন জনসন। তিনি দ্য রক এবং তাঁর প্রথম স্ত্রী ড্যানি গার্সিয়ার কন্যা। সিমোন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেভিতে জন্মগ্রহণ করেছেন। বাবা ডোয়াইন জনসন, দাদা রকি জনসন এবং প্রপিতামহ পিটার মালভিয়ার পারিবারিক উত্তরাধিকারী হিসেবে এবার খেলার ইতিহাসে চতুর্থ প্রজন্মের কুস্তিগীর হিসেবে প্রবেশ করলেন সিমোন। এটি এক আশ্চর্যজেনক রেকর্ড!
টুইটারে সিমোন তাঁর শিকড়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, ‘৪ শিকড় ১ গাছ।’
রক বলেন, আমি তাকে (সিমোন) নিয়ে গর্বিত। সে দারুণ পারফর্ম করছে। রেসলিংয়ে তার নামটাও দারুণ, আভা রেইন।
বিষয়: রেসলিং রক কন্যা সিমোন জনসন দ্য রক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।