মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বর্জন

কাতার বিশ্বকাপে গান গাইবেন না পপ তারকা ডুয়া লিপা

রায়হান রাজীব | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০৭:২১

পপ তারকা ডুয়া লিপা

মানবাধিকার লঙ্ঘন, নির্মাণ শ্রমিকদের মৃত্যুসহ নানা বিতর্ক পাশ কাটিয়ে আগামী রবিবার থেকে শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। এই বিশাল আয়োজনের কর্মযজ্ঞে কাতারে ব্যাপকভাবে মানবাধিকার এবং শ্রম আইন লঙ্ঘন হয়েছে বলে দাবি করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। চলছে প্রতিবাদ।

এমনকি সাবেক অনেক তারকা ফুটবলার এই বিশ্বকাপকে বর্জনও করেছেন। যুক্তরাজ্যের পপ তারকা ডুয়া লিপার কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল। কিন্তু নারী ও বিদেশি শ্রমিকদের অধিকার এবং সমলিঙ্গের সম্পর্ক নিয়ে কাতারের নেতিবাচক অবস্থানের কারণেই তিনি পারফর্ম না করার ঘোষণা দিয়েছেন। 

২৭ বছর বয়সী এই গায়িকা রোববার (১৩ নভেম্বর) ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে আগেই বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমি কাতার সফর করব না।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করব, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আমি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছি না, আর এ নিয়ে তাদের সঙ্গে আমার কোনো লেনদেন হয়নি।

তিনি লিখেছেন, অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে আমি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান করছি। আমি সেখানে পারফর্ম করছি না। এ বিষয়ে আমার সঙ্গে কারও কখনও আলাপও হয়নি।

তিনি আরও বলেন, আমি দূর থেকে ইংল্যান্ডকে উৎসাহ দেব। আমি কাতারে সেদিনই যাব যেদিন দেশটির মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে। বিশ্বকাপ আয়োজনের শর্ত যেদিন দেশটি পূর্ণ করবে।

কসোভার-আলবেনিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বাবা-মায়ের আবাস লন্ডনে জন্ম নেওয়া লিপা কাতারে না খেলার জন্য প্রথম নাম নয়। এরআগে স্যার রড স্টুয়ার্ট এই বিশ্বকাপে পারফর্ম করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে গার্ডিয়ান পত্রিকা তাদের একটি প্রতিবেদনে বলেছে, কাতারে বিশ্বকাপের বিড জেতার পর থেকে এখন পর্যন্ত ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ছয় হাজার পাঁচশ অভিবাসী কর্মী মারা গেছে।

যদিও কাতার সরকার বলছে যে, মোট সংখ্যাটি বিভ্রান্তিকর, কারণ বিশ্বকাপ সম্পর্কিত কাজে বর্ণিত সংখ্যার বিদেশি লোক কাজ করেনি।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top