চীন-যুক্তরাজ্য সম্পর্কের স্বর্ণযুগ শেষ হয়ে গেছে: ঋষি সুনাক
রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ০১:২৮
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেছেন, চীনের সঙ্গে আগের দশকগুলোতে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ছিল ‘প্রজ্ঞাহীন’।
তিনি বলেছেন, পশ্চিমের সাথে বাণিজ্য চীনকে রাজনৈতিক সংস্কারের দিকে নিয়ে যাবে, এমন ধারণাও কার্যত শেষ হয়ে গেছে।
সুনাক বলেন, যুক্তরাজ্যকে এখন প্রতিযোগীদের প্রতি ‘শক্তিশালী বাস্তববাদ’ দিয়ে লক্ষ্য পূরণের পরিকল্পনা করতে হবে।
‘স্নায়ু যুদ্ধের মতো অবস্থার’ বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করে ঋষি বলেন, চীনের বৈশ্বিক তাৎপর্যকে উপেক্ষা করা যাবে না।
তিনি আরও বলেন, প্রতিবাদের মুখে চীন বিবিসি সাংবাদিককে লাঞ্ছিত করাসহ আরও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্বীকার করে বলেন, চীন আমাদের মূল্যবোধ ও স্বার্থের জন্য একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ তৈরি করেছে। এ চ্যালেঞ্জ আরও তীব্রতর হয়ে ওঠে যখন এটি আরও বৃহত্তর কর্তৃত্ববাদের দিকে এগিয়ে যায়।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বৈদেশিক নীতি নিয়ে দেওয়া নিজের প্রথম বক্তব্যে এসব কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
বিষয়: ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেছেন চীনের সঙ্গে আগের দশকগুলোতে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ছিল ‘প্রজ্ঞাহীন’। ঋষি সুনাক স্বর্ণযুগ শেষ ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।